Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কাবিখা

২০১৩-১৪ সনের কাবিখা কর্মসূচীর ১ম পর্যায়ের প্রকল্প গ্রহন প্রসঙ্গে।

 

চেয়ারম্যান জনাব মো: আশরাফুজ্জামানের সভাপতিত্বে অদ্যকার সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে স্বাগত জানান। অত:পর গত সভার কার্য্য বিবরণী সভায় পঠিত এবং কোন সংশোধনী ছাড়াই সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়।

 

আলোচ্য বিষয় : ২

চেয়ারম্যান সাহেব সভায় জানান যে, চলতি ২০১৩-২০১৪ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন কাবিখা কর্মসূচির আওতায় ১ম পর্যায়ে ১৮ মে: টন চাউল/গম বরাদ্দ পাওয়া যায়। প্রাপ্ত বরাদ্দের আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প দাখিল করা প্রয়োজন।

 

চেয়ারম্যান সাহেবের উপরোক্ত প্রস্তাবের পর সভায় বিস্তারিত আলোচনা শেষে নিম্ন বর্নিত প্রকল্প সর্ব সম্মতিক্রমে বাস্তবায়নের জন্য গৃহীত হয়।

 

প্রকল্পের বিবরন :

০১। মহাদেবপুর পশ্চিম পাড়া হতে মহাদেবপুর পূর্ব পাড়া পর্যন্ত রাস্তা সংস্কার।                                                                                ১৮.৫০০ মে: টন

 

বাস্তবায়ন কমিটি (এস, আই, সি)

১) জনাব ওয়াদুদ কবীর                                                 ইউপি সদস্য                                               সভাপতি

২) জনাব আ: মান্নান                                                        সদস্য                                                 সদস্য সচিব

৩) জনাব রোকেয়া বেগম                                               ইউপি সদস্য                                                সদস্য

৪) জনাব মো: লাল মাহমুদ                                             শিক্ষক                                                     সদস্য

৫) মোস্তাক আহমেদ                                                     গন্যমান্য ব্যক্তি                                            সদস্য

 

সভায় অন্য কোন আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ দিয়া সভা সমাপ্ত করা হয়।

 

স্বা : ১২/১১/২০১৩

চেয়ারম্যান

৮ নং দেয়াড়া মডেল ইউপি, সদর, যশোর।