Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

কাবিটা

২০১৩-২০১৪ সনের কাবিটা কর্মসূচীর প্রকল্প গ্রহন প্রসঙ্গে।

চেয়ারম্যান জনাব মো: আশরাফুজ্জামানের সভাপতিত্বে অদ্যকার সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি সাহেব উপস্তিত সকলকে স্বাগত জানান। অত:পর গত সভার কার্য্য বিবরণী সভায় পঠিত এবং কোন সংশোধনী ছাড়াই সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।

 

আলোচ্য বিষয় : ২

 

চেয়ারম্যান সাহেব সভায় জানান যে, চলতি ২০১৩-২০১৪ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন কাবিটা কর্মসূচীর আওতায় ৩,৮০,০০০/= টাকা বরাদ্দ পাওয়া যায়। প্রাপ্ত বরাদ্দের আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প দাখিল দেওয়া প্রয়োজন।

 

চেয়ারম্যান সাহেবের উপরোক্ত প্রস্তাবের পর সভায় বিস্তারিত আলোচনা শেষে নিম্ন বর্নিত প্রকল্প সর্ব সম্মতিক্রমে বাস্তবায়নের জন্য গৃহীত হয়।

 

০১। মঠবাড়ী হতে ইছাপুর পর্যন্ত রাস্তা সংস্কার মাটির কাজ।

 

বাস্তবায়ন কমিটি ( এস, আই, সি)

ক্রমিক নংনাম  
মো: আশরাফুজ্জামান মিঠুইউপি চেয়ারম্যানসভাপতি
মোছা: বেবী খাতুনসদস্যসদস্য সচিব
মো: সেলিম হোসেনইউপি সদস্যসদস্য
মো: নুর ইসলামঈমামসদস্য
মো: লাল মাহমুদশিক্ষকসদস্য

০২। তেঘরিয়া মেইন রোড হতে নতুন ঈদগাহ রাস্তা সংস্কার মাটির কাজ।

 

বাস্তবায়ন কমিটি ( এস,আই,সি)

ক্রমিক নংনাম  
০১মুনকির হোসেনইউপি সদস্যসভাপতি
০২শাহনাজ বেগমসদস্যসদস্য সচিব
০৩মতিয়ার রহমানইউপি সদস্যসদস্য
০৪মতিয়ার রহমানঈমামসদস্য
০৫আলতাফ হোসেনশিক্ষকসদস্য

সভায় অন্য কোন আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ দিয়া সভা সমাপ্ত করা হয়।

 

স্বা: ১৬/০৪/২০১৪ ইং

চেয়ারম্যান

৮ নং দেয়াড়া মডেল ইউনিয়ন, সদর, যশোর।