২০১৩-২০১৪ সনের কাবিটা কর্মসূচীর প্রকল্প গ্রহন প্রসঙ্গে।
চেয়ারম্যান জনাব মো: আশরাফুজ্জামানের সভাপতিত্বে অদ্যকার সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি সাহেব উপস্তিত সকলকে স্বাগত জানান। অত:পর গত সভার কার্য্য বিবরণী সভায় পঠিত এবং কোন সংশোধনী ছাড়াই সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয়।
আলোচ্য বিষয় : ২
চেয়ারম্যান সাহেব সভায় জানান যে, চলতি ২০১৩-২০১৪ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো রক্ষনাবেক্ষন কাবিটা কর্মসূচীর আওতায় ৩,৮০,০০০/= টাকা বরাদ্দ পাওয়া যায়। প্রাপ্ত বরাদ্দের আওতায় প্রকল্প বাস্তবায়নের জন্য প্রকল্প দাখিল দেওয়া প্রয়োজন।
চেয়ারম্যান সাহেবের উপরোক্ত প্রস্তাবের পর সভায় বিস্তারিত আলোচনা শেষে নিম্ন বর্নিত প্রকল্প সর্ব সম্মতিক্রমে বাস্তবায়নের জন্য গৃহীত হয়।
০১। মঠবাড়ী হতে ইছাপুর পর্যন্ত রাস্তা সংস্কার মাটির কাজ।
বাস্তবায়ন কমিটি ( এস, আই, সি)
ক্রমিক নং | নাম | ||
১ | মো: আশরাফুজ্জামান মিঠু | ইউপি চেয়ারম্যান | সভাপতি |
২ | মোছা: বেবী খাতুন | সদস্য | সদস্য সচিব |
৩ | মো: সেলিম হোসেন | ইউপি সদস্য | সদস্য |
৪ | মো: নুর ইসলাম | ঈমাম | সদস্য |
৫ | মো: লাল মাহমুদ | শিক্ষক | সদস্য |
০২। তেঘরিয়া মেইন রোড হতে নতুন ঈদগাহ রাস্তা সংস্কার মাটির কাজ।
বাস্তবায়ন কমিটি ( এস,আই,সি)
ক্রমিক নং | নাম | ||
০১ | মুনকির হোসেন | ইউপি সদস্য | সভাপতি |
০২ | শাহনাজ বেগম | সদস্য | সদস্য সচিব |
০৩ | মতিয়ার রহমান | ইউপি সদস্য | সদস্য |
০৪ | মতিয়ার রহমান | ঈমাম | সদস্য |
০৫ | আলতাফ হোসেন | শিক্ষক | সদস্য |
সভায় অন্য কোন আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ দিয়া সভা সমাপ্ত করা হয়।
স্বা: ১৬/০৪/২০১৪ ইং
চেয়ারম্যান
৮ নং দেয়াড়া মডেল ইউনিয়ন, সদর, যশোর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS