২০১৬-২০১৭ সনের ১ম টি আর কর্মসূচীর প্রকল্প দাখিল প্রসঙ্গে।
চেয়ারম্যান জনাব মো: আনিছুর রহমানের সভাপতিত্বে অদ্যকার সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতি সাহেব উপস্থিত সকলকে স্বাগত জানান। অত:পর গত সভার কার্য্য বিবরণী সভায় পঠিত এবং কোন সংশোধনী ছাড়াই সর্ব সম্মতিক্রমে গৃহিত হয়।
আলোচ্য বিষয় :
চেয়ারম্যান সাহেব সভায় জানান যে, চলতি ২০১৬-২০১৭ অর্থ বছরে গ্রামীন অবকাঠামো সংস্কার (টি আর ) কর্মসূচীর আওতায় ১ম পর্যায়ে ২৮ মে:টন চাউল/গম বরাদ্দ পাওয়া গেছে। প্রাপ্ত বরাদ্দের আওতায় বাস্তবায়নের জন্য প্রকল্প দাখিল দেয়া প্রয়োজন।
চেয়ারম্যান সাহেবের উপরোক্ত প্রস্তাবের পর সভায় বিস্তারিত আলোচনা শেষে নিম্ন বর্নিত প্রকল্প সর্ব সম্মতিক্রমে বাস্তবায়নের জন্য গৃহিত হয় ।
১ম পর্যায় :
প্রকল্পের বিবরন :
ক্রমিক নং | প্রকল্পের নাম | বরাদ্দ |
০১ | চান্দুটিয়া মন্দির উন্নয়ন | ১.০০০ মে:টন |
০২ | নতুন হাট বাজার জামে মসজিদ উন্নয়ন | ১.০০০ মে:টন |
০৩ | নারাঙ্গালী মন্দির উন্নয়ন | ১.০০০ মে:টন |
০৪ | দত্তপাড়া মন্দির উন্নয়ন | ১.০০০ মে:টন |
০৫ | ফরিদপুর মন্দির উন্নয়ন | ১.০০০ মে:টন |
০৬ | ডুমদিয়া পূর্বপাড়া জামে মসজিদ উন্নয়ন | ১.০০০ মে:টন |
০৭ | আরাজী আমদাবাদ মন্দির উন্নয়ন | ১.০০০ মে:টন |
২য় পর্যায় :
ক্রমিক নং | প্রকল্পের নাম | বরাদ্দ |
০১ | চান্দুটিয়া ঈদগাহ উন্নয়ন | ১.০০০ মে:টন |
০২ | তেঘরিয়া কারিকর পাড়া জামে মসজিদ উন্নয়ন | ১.০০০ মে:টন |
০৩ | নারাঙ্গালী উত্তরপাড়া জামে মসজিদ উন্নয়ন | ১.০০০ মে:টন |
০৪ | হালসা জামে মসজিদ উন্নয়ন | ১.০০০ মে:টন |
০৫ | আলমনগর ঈদগাহ উন্নয়ন | ১.০০০ মে:টন |
০৬ | মঠবাড়ী মন্দির উন্নয়ন | ১.০০০ মে:টন |
০৭ | আমদাবাদ বাজার মসজিদ উন্নয়ন | ১.০০০ মে:টন |
সভায় অন্য কোন আলোচনা না থাকায় সকলকে ধন্যবাদ দিয়া সভা সমাপ্ত করা হয়।
স্বা : ০৮/১০/২০১৩
চেয়ারম্যান
৮ নং দেয়াড়া মডেল ইউনিয়ন, সদর, যশোর।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS